Thursday, July 18, 2019 2:38 am
Spread the love

ব্যাংকক: থাইল্যান্ডে বর্ষবরণের উৎসব চলাকালে এক ব্যক্তি গুলি করে তার দুই শিশুসহ পরিবারের ছয় সদস্যকে হত্যা করেছে। হামলার পর লোকটি আত্মহত্যা করে। শ্বশুর বাড়ির লোকেরা তাচ্ছিল্য করায় তিনি এ কা- ঘটান।
মঙ্গলবার পুলিশ একথা জানিয়েছে।
সুচিপ সোর্নসাং নামের ওই ব্যক্তি বর্ষবরণ উদযাপন করতে মাঝরাতের পর দক্ষিণাঞ্চলীয় প্রদেশ শুম্ফোনে তার শ্বশুরবাড়ি যান। সেখানে শ্বশুরবাড়ির লোকজনের আচরণে অপমানিত বোধ করায় সুচিপ ক্ষিপ্ত হয়ে ১০ মিনিট ধরে তাদের ওপর নির্বাচারে গুলিবর্ষণ করেন। এ সময় তিনি মাতাল অবস্থায় ছিলেন।
ফাতো পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল লার্প কাম্পাপান বলেন, ‘নিহতদের সকলেই হামলাকারীর পরিবারের সদস্য। নিহতদের মধ্যে তার ৯ বছর বয়সী ছেলে ও ৬ বছর বয়সী মেয়েও রয়েছে।’
তিনি আরো বলেন, ‘তাদের মাথা অথবা কাঁধে গুলি করা হয়। তার শ্বশুরবাড়ির লোকেরা যথাযথভাবে সুচিককে স্বাগত না জানানোয় তিনি প্রচন্ড রেগে যান।’
এরপর হামলাকারী আত্মহত্যা করেন।


Spread the love

এই নিউজ পোর্টালের কোনো লেখা কিংবা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

আরও পড়ুন