Tuesday, September 24, 2019 2:36 am
Spread the love

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৫৯ জন।

পূর্ব প্রান্তিকপ্রদেশ পাপুয়াতে শনিবার থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতের কারণে হতাহতের এ ঘটনা ঘটে। খবর আলজাজিরা।

রোববার স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা কোরি সিমবোলোন বার্তা সংস্থা রয়টার্সকে জানান, প্রাদেশিক রাজধানী জয়াপুরার নিকটবর্তী সেন্টানি এলাকায় শনিবার থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। এতে আকস্মিক এ বন্যা দেখা দেয়।

বন্যায় অন্তত ৯টি বাড়ি ও দুটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরয়ো নুগরোহো।

দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে উদ্ধারকাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এক বিবৃতিতে নুগরোহো বলেন, এখন পানি কমেছে, কিন্তু বন্যার তোড়ে ভেসে আসা কাদা, কাঠের গুঁড়ি ও অন্যান্য জিনিস রেখে গেছে।

তিনি জানান, বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পর ১২০ জনেরও বেশি স্থানীয় বাসিন্দা সরকারি দফতরগুলোতে আশ্রয় নিয়েছে।


Spread the love

এই নিউজ পোর্টালের কোনো লেখা কিংবা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

আরও পড়ুন