Friday, November 22, 2019 11:39 am
Spread the love

নড়াইল : বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে দলের সফল অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বলেছেন, নড়াইলকে মডেল জেলা হিসাবে গড়ে তুলব। এ জেলাকে মাদক ও দুর্নীতি মুক্ত করে সুন্দর বাসযোগ্য নড়াইল গড়তে স্থানীয় প্রশাসনসহ সকলের সহযোগিতা প্রয়োজন।
এসময় সংসদ সদস্য মাশরাফির তার পক্ষ থেকের সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এছাড়া তার নাম ভাঙ্গিয়ে কেউ যদি কোন প্রকার প্রতারনা করে সে বিষয়ে তাকে অবহিত করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
নড়াইলে জেলার পদস্থ কর্মকর্তাদের সঙ্গে প্রথম মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে¡ সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহম্মদ জসিম উদ্দিন, স্থানীয় সরকারর বিভাগ নড়াইলের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, পৌর মেয়র মোঃ জাহাঙ্গীর বিশ্বাস প্রমূখ।
সভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর,সড়ক ও জনপথ বিভাগ, গণপূর্ত, জনস্বাস্থ্য বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, নড়াইলের নির্বাহী প্রকৌশলীগনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন


Spread the love

এই নিউজ পোর্টালের কোনো লেখা কিংবা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

আরও পড়ুন