Monday, September 23, 2019 9:15 pm
Spread the love

ম্যানিলা: ফিলিপাইনে ঝড়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৬৮ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। বড়দিনের পরপরই ঝড়টি আঘাত হানে। সোমবার বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
ওই কর্মকর্তারা আরো জানান, ম্যানিলার দক্ষিণ-পূর্ব পার্বত্য বিকল অঞ্চলে ৫৭ জনের মৃত্যু হয়। এছাড়া দেশটির মধ্যাঞ্চলীয় সমার দ্বীপে ১১ জন প্রাণ হারায়। এদের অধিকাংশ ভূমিধস ও বন্যাজনিতকারণে মারা যায়।
বিকল বেসামরিক প্রতিরক্ষা বিভাগের পরিচালক ক্লাউদিও ইয়োকট বলেন, ‘এখন আমরা ঝড়ে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিস্কার করছি। এতে মৃতের সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় আমি শঙ্কিত।’
স্থানীয়ভাবে ‘উসমান’ নামে অভিহিত ঝড়টি শনিবার ফিলিপাইনে আঘাত হানে।
খবরে বলা হয়, প্রচন্ড ঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হয়। এর ফলে বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়।
ইয়োকট বলেন, লোকজন বড়দিনের ছুটির আমেজে থাকায় এবং গ্রীস্মমন্ডলীয় ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি না করায় এ ব্যাপারে অনেক লোক প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারেনি।
ওই বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, ঝড়ে এখন পর্যন্ত কমপক্ষে ১৭ জন নিখোঁজ রয়েছে এবং ৪০ হাজারের বেশী লোক গৃহহীন হয়ে পড়েছে।
উল্লেখ্য, ফিলিপাইনে প্রতিবছর গড়ে ২০ টি ঘূর্ণিঝড় আঘাত হানে।


Spread the love

এই নিউজ পোর্টালের কোনো লেখা কিংবা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

আরও পড়ুন