Monday, September 23, 2019 9:52 pm
Spread the love

কাবুল: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে মঙ্গলবার এক বিমান হামলায় ২৩ বেসামরিক নাগরিক নিহত ও তিন শিশু আহত হয়েছে।
নিহতদের মধ্যে কমপক্ষে ১০ শিশু ও আট নারী রয়েছে।
শুক্রবার দেশটির জাতিসংঘ মিশন একথা জানায়।
খবর সিনহুয়ার।
ইউএনএএমএ’র এক বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানে অবস্থিত জাতিসংঘ মিশনের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়, হেলমান্দ প্রদেশের গর্মজার জেলায় মঙ্গলবার তালেবানের বিরুদ্ধে সরকার বাহিনীর বিমান হামলায় ২৩ বেসামরিক নাগরিক নিহত ও তিনজন আহত হয়েছে।
এরআগে এ অভিযানে ১২ জনের বেশি বেসামরিক নাগরিকের প্রাণ হারানোর কথা বলা হয়েছিল।


Spread the love

এই নিউজ পোর্টালের কোনো লেখা কিংবা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

আরও পড়ুন